ভ্রূণ

যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
সে ইচ্ছে করলেই একঝাঁক তুলতুলে শিশুকে কুয়াের কাছে
ডেকে এনে আচমকা ধাক্কা দিতে পারে।
যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
সে বাগানের সমস্ত গােলাপ গাছ উপড়ে ফেলতে পারে
স্নানের পুকুরে নামাতে পারে অসংখ্য হাঙর।
যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
বিশাল জনসভায় সে শখ করে ছেড়ে দিতে পারে একলক্ষ বিষধর সাপ।

যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
মিছিলের সকল মানুষের জিহ্বা সে কেটে নিতে পারে,
নাগাড়ে পৃথিবীর সকল নারীকে ধর্ষণ করতে পারে
সে বড় আহ্লাদ করে জ্বালাতে পারে ঘরবাড়ি
গ্রাম, এক গ্রাম থেকে অন্য গ্রাম।

তুমি আমার ভ্রূণ নষ্ট করেছ
তুমি আমার সকল আনন্দ ও সুন্দরের গালে থাপ্পর মেরেছ।

আমার জন্য এই শহরে একটি আদালতও নেই
যে আমি বিচার দেব।