দাসত্ব

যে কোনও মানুষ চায় তার কাছে আরেকজন মানুষ
ঋণে ও কৃতজ্ঞতায়
একদলা আঠালাে মাটির মতাে হােক,
এমন যে সময় সুযােগ মতাে
ব্যবহার করা যায়
যা ইচ্ছে বানানাে যায়,
এমন নতজানু যে আরেকটু
ঝোঁকের বশত ঝুঁকলেই যেন
ছুঁতে পারে পা, পা ও ধূলির প্রতি
আদিম সংস্কারটুকু
মানুষের মস্তিষ্কের কোন কোষে থাকে?
অথবা থাকে না আদৌ, কোথা থেকে উড়ে আসে সময়-সময়
দুর্ভিক্ষের গন্ধ পেয়ে শকুনের মতাে ঝাঁক বেঁধে আসে।

আমি কি এখন তবে যে কোনও মানুষ?
যতটা সে ভালবাসে
তার চে’ অধিক ভালবাসে তাকে
নিংড়ে নিঃস্ব করে
শূন্যতায় ফুঁ মেরে উড়িয়ে দিই,
ভালবাসার বােঝায়, বেদনায়
ভালবাসার সুখের শিকলে আষ্টেপৃষ্ঠে বেঁধে
তাকে ক্রীতদাস করে রাখি।

পৃথিবীতে দ্বিতীয় এমন নেই
আমাকে আমার চে’ অধিক ভালবেসে
আমাকেই পরাজিত করে।