হাওয়ায় হাওয়ায়

এই যে মুগ্ধতার সুতো আমার আঙুলে পেঁচাচ্ছি
সে কিন্তু গল্পের ছলে। সুতো আবার উলটো ঘুরবে।
আমি সুতো-ফুতো রাখতে পারি না
আঙুলে কেমন দাগ পড়ে যায়।

আঙুলটাকে সুতোর বৃত্তে ঘুরিয়ে, আবার
বৃত্ত থেকে বের করে দু’চার পাক আলো-হাওয়ায়
নাচিয়ে বুঝিয়ে দিই
ওই মিছে মুগ্ধতার দড়িদড়া খুলে ফেললে কী অপার আনন্দ,
কার না ভাল লাগে হাওয়ায় হাওয়ায় অবাধ সাঁতার।

যারা সুতোয় পেঁচিয়েছে আঙুল,
ওরা কেবল পেঁচিয়েই যাচ্ছে হাত, পা, কন্ঠনালি…
কেবল গিট বাঁধাচ্ছে, আর পেঁচিয়ে যাচ্ছে।

ওরা কি জানে না, সুতো দু’দিকেই ঘোরে!