মাত্রা

এত যাই,
তবু আমি মাত্রা ছাড়িয়ে যেতে পারি না।

ঘুরে ঘুরে ফিরে আসি, চক্রাকারে
আমূল আন্দোলিত হই, মনে মনে
যাকে ডেকে রাত পার করি, সে ছাড়া সকলেই আসে,
হাসে, কুশল জিজ্ঞাসা করে।
এত ভাবি চলে যাব অপর দ্রাঘিমায়
দৃষ্টির ওপারে যাব, ভালবাসারও ওপারে,

যাই,
তবু মাত্রা ছাড়িয়ে যেতে পারি না।
খােলা মাঠে চমৎকার যুবতীরা তাকে ঘিরে কানামাছি খেলে।
যেতে চাই, কে যেন পেছন থেকে ডাকে।
কেউ কি আসলেই ডাকে?
নাকি আমাকে আমিই ডাকি।

ডাকি, নিজেকে নিজেই ফেরাই,
অভিমানে আহত হলে দূরে যাই, যত দূরেই যাই
আমি মাত্রা ছাড়িয়ে যেতে পারি না।