তদন্ত কমিশনের রিপাের্ট

গতরাতে সেনাবাহিনীর এক গােপন বৈঠক থেকে জানা যায়
সৈন্যরা আর ব্যারাকে ফিরে যেতে চায় না
চারআনা সের ঘি
দু’আনা সের তেল
খেয়ে ওরা অনন্তকাল বেঁচে থাকতে চায়।

শিক্ষা খাতে অভাব, শিক্ষকেরা মিছিল করছে
স্বাস্থ্য খাতে অভাব, চিকিৎসক মিছিল করছে
কৃষি খাতে অভাব, কৃষকেরা মিছিল করছে
কলে ও কারখানায় অভাব, শ্রমিকেরা মিছিল করছে।

চারদিকে অভাব
চারদিকে মিছিল, মিটিং, ধর্মঘট, অনশন।

সেনাবাহিনীর হাতে অস্ত্র
সেনাবাহিনীর হাতে বাজেটের আশি ভাগ।

এই সুখের মধ্যে
এই জবর দখলের প্রশান্তির মধ্যে
এই জবর দখলের প্রশান্তির মধ্যে
আশি ভাগের মধ্যে কেউ ভাগ বসাতে চাইলেই
তার খুলি উড়ে যাবে
তার লাশ পড়ে থাকবে রাস্তায়, নর্দমায়।

আরাে এক গােপন রিপাের্টে জানা যায়
গতরাতে সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র তুলে দিয়ে
তিনি আশিষ করেছেন
বাছারা বড় হও গায়ে গতরে ভূড়িসর্বস্ব হও
বিশ্বাসঘাতক হও
ব্যাংক লুঠ করাে
বাড়ি গাড়ি করাে
মানুষ হত্যা করে শহীদ মিনারে, বিশ্ববিদ্যালয়ে, মিছিলে।