স্মরণ

মনে আছে নাকি নিষিদ্ধ সেই
রাতের গূঢ়
আকাশের দিকে ইঙ্গিত তুলে
মেঘের ফাঁকে
বলেছিলে, ঐ ঈশ্বর দ্যাখো
অশ্বারূঢ়;
পুঞ্জমেঘের স্বর্গীয় এক স্পষ্টতাকে!

সঙ্গমসুখী রাতের পাখিরা
শব্দ করে
আমাদের প্রতি জানালো তাদের
অবোধ ঘৃণা;
তুমিও বুকের বোতাম বাঁধন
আলগা করে
বললে নীরবে, আমাকেও করো
লজ্জ্বাহীনা।