ধর! ধর!! ধর!!! চোর

জ্ঞান চুরি করে কেউ নিতে পারে না
ধন চুরি করে নিয়ে যায় কেউ,
মন চুরি করে পালিয়ে গেলে পড়ে
প্রেমিক প্রেমিকা ছুঁটে সাধুর দরবারে,
পাছে লোকে কিছু বলে আমি জানিনা
Black or white কি আমি কিছু মানিনা,
আমার এই গান শুধু তাদের এই জন্য
জীবন চালাতে যারা মরিয়া ধন্য।

যত বড় কেইস চলে ফেইস টু ফেইস
লাভ কিছু নেই সব গোপনে শেষ।
সরল মানুষ যারা গা বাঁচিয়ে চলে,
তাদের পক্ষে এ.বি. এল.আর. বি.
চিৎকার করে বলে ধর ধর ধর চোর।

সাধ আছে তবে সাধ্যের কড়ি নেই
সোনার চাবিটা কোমরেতে বাঁধা নেই,
পুকুরটা না পারি ডোবাটাতো বাঁচাবো
কাকে দিয়ে শুরু করি কাকে ধরবো,
যাযাবর জীবনে জীবনতো নেই
ম্যান জ্ঞান হুশ বলে এমনতো কিছু নেই,
এই প্রজন্মের দাবি তো একটা
জান দিয়ে হলে বাঁচাবে দেশটা।

শত শত মুখ মিছিলের স্রোতে
মাথাব্যথা নেই কারো যেনো তাতে,
এই চাই ওই চাই জবাবটা পেতে চাই
মাথামোটা লোক বলে লাভ নাই লাভ নাই,
মালতীরা মরে যাত্রার প্যান্ডেলে
জীবনের দাবি ঘুরে দু’টাকার স্যান্ডেলে,
খুশি হয়ে যায় ওরা ক’টা টাকা পেলে
মাথামোটা লোকটা থাকে বেশ হেসে খেলে।

কন্ঠ: আইয়ুব বাচ্চু