মন চাইলে মন পাবে

মন চাইলে মন পাবে
দেহ চাইলে দেহ,
সবি হবে অগোচরে
জানবে না কেহ।

ভেতরেতে থাকলে কালো
উপরে জল যতই ঢাল,
হাজার লোকে বলবে ভালো
সব সাধনাই বৃথা হলো।

নিজের মনকে চিনবে যখন
আত্মশুদ্ধি হবে তখন,
ঘুড়ি সুঁতো নাটাই যেমন
একটানেতে যখন-তখন।

মনের আগুন মনেই রবে
চোখের জলে তা কি নেভে,
ভবের মেলা সাঙ্গ হলে
যা ছিলো ঠিক তাই তো হবে।

অচিন পাখি উড়ে যাবে
চিনবে না সে এই দেহ,
মাটির খাঁচা রইবে পড়ে
এই মাটিরই অন্ধকারে।

কন্ঠ: আইয়ুব বাচ্চু