নিজের উপর ছড়া

বুদ্ধদেব বসু
যখন ছিলেন শিশু,
রব তুলেছে ঘরে-ঘরে
নানান কিচিরমিচির,
‘আরে ছী-ছি! ছী-ছি!’
কেউ বলেছেন ফ্রেঞ্চো ক’রে
‘এ কী ভীষণ শিশু!’
কেউ বলেছেন খাশ বাংলায়
‘পশু! পশু! পশু!
‘পশুই ভালো,’ বলেছিলো
তখন যারা শিশু।

বুদ্ধদেব বসু
এখন তবে অসুর?
‘আরে ছী-ছি, ছী-ছি!
আমরা মিছিমিছি
চমকেছিলাম; ও কিছু না
কেবল হুশুরমুশুর!’
ক্রুদ্ধ হ’য়ে বলছে, যারা
তখন ছিলো শিশু,
সেদিন হ’লো শ্বশুর।

বুদ্ধদেব বসু
তাহ’লে নন পশু?
‘আরে ছী-ছি, ছী-ছি!’
তুললো চ্যাঁচামেচি
উচ্চ হাসির অট্টরোলে
এখন যারা শিশু:
‘সত্যি বটে পশু!
তাই ব’লে কি সিংহ-ভালুক
কিংবা ভীষণ পিশু?
মিটিং ডেকে ঠিক করেছি
ওটা একটা মেষু।
আরে ছী-ছি, ছী-ছি!
শুনছো না ওর চিঁ-চিঁ?-
কেলেঙ্কারির আর-কী বাকি,
ভজন করে ঈশু
বুদ্ধদেব বসু!’