মিছিলে তোমার মুখ

মিছিলে তোমার মুখ ছিলো সেদিনের রক্তগঙ্গা রাজপথে
গ্রামকে গ্রাম উজাড় কোরে অবশেষে এইখানে এসে কোন মতে
বাঁধলে কঠিন বুক পরম সাহসে; হৃদয়ে আশা দোলে; যেন সব
সম্রাজ্ঞী স্বপন
অথবা বিধাতার স্বর্গীয় শান্তি খোঁজো রাত্রিদিন এই দারুণ মিছিলে। কখন
যে পাপময় বাতাস বয়ে গেল গাছের ডালে; একটু চোখ তুলে দেখলেও
না তুমি-
বরং বললে; “এখানে নিবিড় ভালবাসা আছে অথচ কি যেন নেই-
হায় আমার বাংলা আমার জন্মভুমি!”

-বলে সেই যে হারিয়ে গেলে ফিরে তাকালেও না আর-
জানিনা একি অপার মমতা যে হৃদয়ে তোমার!

৩/৭/১৯৬৮