নিরপরাধ বৃক্ষমূল

কখনো যাবোনা আর-

যেহেতু তার
হিংস্রতার
কঠিন কুঠার
হানা দেয় অনিবার।

একদা যখন টাকার
ছড়াছড়ি আমার-
রাজার
দুলালী এসে ছিঁড়ে দিত গিঁট পাজামার।

এখন গিয়েছে সব; ঘরেতে আঁধার-
বিধাতার
অদৃশ্য খেলার
হাত; মমতা যার
কবিতার
মতো অপার-
বোঝা ভার।

নিরপরাধ বৃক্ষমূল ভেঙেছে সে; যাবো না আর

২/১১/১৯৭২