চক্র ও চক্রান্ত

পূর্ণ গোলাকার ব’লে চাকা ঘুরে চলে নির্বিবাদে,
চক্রান্ত হ’লেই শুধু প’ড়ে যায় বিষম ফ্যাসাদে,
অতএব কেউ যদি চায় তার নিরঙ্কুশ গতি
হুঁশিয়ার থেকে যেন বুঝে নেয় নিরঙ্কুশ ক্ষতি।।