সাহিত্যে ঐতিহ্য: দুই

পুরা আঞ্চলিক শর্তে দিতে যদি চাও ঠিক দাম
তাহলে তোমার কাব্য কি উপায়ে পায় পরিত্রাণ?
লঙ্কা কাণ্ড কি কারণে রাঢ় বঙ্গে লুটে নেয় নাম?
কোন্ বাংলা নিয়ে বলো লেখা রাম-রাবণের গান?
দূরান্তের কিস্সা বলে অতঃপর কেন অভিমান;
পুঁথিতে তোমার কেন অকারণে ওষ্ঠাগত প্রাণ।।