নারী

রমণী বিচিত্র প্রহেলিকা!
অমৃতে গরলে মেশা
অপূর্ব অদ্ভুত নেশা-
আঁধার-বাড়ানো অগ্নিশিখা!
রমণী এমনি প্রহেলিকা-
একাধারে ক্লান্তি তৃপ্তি
শীতল উজ্জ্বল দীপ্তি-
তৃষাহরা গৃহ-মরীচিকা!

একই সাথে টানে ও ফিরায়!
অধরে বিদায় বাণী
নয়নে ফিরায় টানি
কঠিনে-কোমল করুণায়!

নারী যে নিতান্ত নিরুপায়-
এক চোখে হাসি তারি
অন্য চোখে ঝরে বারি-
সহজে ফিরানো সে কি যায়,
তাইতো ঠেকিনু তারি দায়!