১৯১৪-১৯৪১

দুইটি বৃহৎ কুরুক্ষেত্র এই পৃথিবীর ‘পরে
আধো-অসমাপ্ত হয়ে আরেক যুদ্ধের কোলে মানুষের মনে
মিশে আছে আজ এই বিকেলের আলোর ভিতরে
একটি কৃষক তার হৃদয়ের বিমর্ষ স্পন্দনে
দাঁড়ায়েছে মহাসূর্যাস্তের বিষম বলয়ের মুখোমুখি
শববাহকের কাঁধে এক জন বুর্জোয়া’র মৃত্যু আসে যায়
একটি কোকিল ক্লান্ত পিপুলের ফাঁক দিয়ে উঁকি দিয়ে গেল
আধো-অসমাপ্ত সব, মহাসমাপ্তির শান্তি চায়।