এইখানে

এইখানে ডাইনোসর নিমজ্জিত গ্রীবা নেড়ে
মরুর বালুর থেকে তৃতীয়ার চাঁদের সূচ্যগ্রে
এক-আধটা কথা বলে; কোনও অভিমুখ নাই।
এইখানে অবলুপ্ত নিনেভের মানুষের হাড়
আর যারা কাজ করে অবিরাম সত্যের সাগরে
আর আমাদের প্রেম: জনহীন সাদা এক সেতু
ছড়ায়ে রয়েছে হিম শুক্লতা: যত দূর সাধু পরিসর
পেল; আর প্লুত প্রসারের হেতু।