এক জন ভাবিতের গোলকধাঁধা

আকাশে সূর্যের আলো থাকুক না- তবু-
দণ্ডাজ্ঞার ছায়া আছে চির-দিন মাথার উপরে
আমরা দণ্ডিত হয়ে জীবনের শোভা দেখে যাই
মহাপুরুষের উক্তি চারি-দিকে কোলাহল করে

মাঝে-মাঝে পুরুষার্থ উত্তেজিত হলে-
(এ-রকম উত্তেজিত হয়)
গভীর গরম চায়ে হাওয়া উষ্ণ হলে
তবুও শীতল হয়ে প’ড়ে থাকে চায়ের টিপয়।

উপস্থাপয়িতার মতন আমাদের চায়ের সময় আমাদের স্থির হতে বলে,
স্নিগ্ধ হয়ে সকলেই আত্ম-কর্মক্ষম
এক পৃথিবীর দ্বেষ হিংসা কেটে ফেলে
চেয়ে দেখে স্তূপাকার কেটেছে রেশম

এক পৃথিবীর মতো বর্ণময় রেশমের স্তূপ কেটে ফেলে
পুনরায় চেয়ে দেখে এসে গেছে অপরাহ্ন-কাল
প্রতিটি রেশম থেকে সীতা তার অগ্নি-পরীক্ষায়
অথবা খৃস্টের রক্ত করবী-ফুলের মতো লাল।