এক পৃথিবীর মৃত্যু

এক পৃথিবীর মৃত্যু সমাপ্ত হতেছে
অন্য এক পৃথিবীর স্পষ্ট আয়োজনে।
যে-সমুদ্র আমাদের প্রতারিত ক’রে গেছে আজ
তার তরঙ্গের কথা রয়ে যাবে মনে
যে-আকাশ আমাদের নিঃসহায় দেখে
ঘননীল শাড়ি প’রে গণিকার মতো
প্রেমিকের নিবেদন গ্রহণ করেছে
প্রণয়োপজীবিনীর অভ্যাসবশত
তার কথা মনে রয়ে যাবে, আজ আমাদের ভুল
মৃত্তিকার স্তব্ধ সত্যে এ সবুজ ঘাস
অথবা নীলিমা- সিন্ধু- সৃষ্টির দীর্ঘতম দিনে
এখনও নিবিড় নয়- তবু- অকৃত্রিম বিন্যাস।