এখন সময় হল

এখন সময় হল- তার পর বুঝে গেছ তোমরাও- হয়তো-বা
আমাদের এ-জীবন বিকেলের অবশিষ্ট, নিরুত্তেজ রোদে
দীর্ঘতর ছায়ার প্রমাণ পায়- ক্লান্ত এক বৃক্ষের থেকে
এই শেষ অন্তঃসার আমাদের- এই সমুৎসুক ছায়া
আরও লম্বা- শীর্ণতর হয়ে গিয়ে ক্রমে
আশ্চর্য বিস্তৃতি পায় তার পর- যখন সকলই ছায়া।

গভীরতা পেয়ে যায় অসীম অদূরবর্তী বৈতরণী নদীটির মতো
যাহার হৃদয়ে নেমে বালকের হাত থেকে নিক্ষিপ্ত পাথর
হুয়েনৎসাঙের মতো সমীচীন নাক নিয়ে- সারা-দিন হেঁটে
তবুও পায় না কিছু- কিছু নেই- কখনও ছিল না তলদেশ।