এখন তা হলে চলো

এখন তা হলে চলো নরকের প্রধান বিবরে
সে-দেশ কেমন আমি জানি
তোমাকে জানাতে চাই, রানী
কেন-না সকলই শুদ্ধ হয়ে যায় অগ্নির স্তরে
দু’ হাতে গভীর বাঁশি তুলে নিয়ে বেলুনের মতো
দু’ গাল ফাঁপায়ে দেব আমি
আমরা নিরয়ে যাব ব’লে অগ্রগামী
মানুষেরা পিছু হ’টে করুণাবশত
চ’লে যায় হরিণের হরিণীর ডাকে
সেখানে অগণ্য কুকুর সমস্বরে
(মৃগয়ার রক্তে মেতে থাকে)
চেঁচায়ে চশম খেতে দিয়েছিল কাকে।