আমি এই পৃথিবীতে এসে

ভগ্নজানু শিবমন্দিরের ফাঁকে- বটের কোটরে
অশ্বত্থের কান ঘেঁষে- দুপুর-রাতের বিদ্ধ বাতাসের মতো
হে নারী, তোমার প্রিয় উড়িতেছে- ঘুরিতেছে- না কি?
তবে তার প্রেম আজও মাংস ছাড়া কি আর বলো তো

তবু যেন মনে হয় খৃস্ট তার মেষের মতন শীর্ণ গির্জার থেকে
বুদ্ধ তার নিভোনো বাতির কালো প্যাগোডায় ব’সে
তোমারে দেখিত যদি- তা হলে বুঝিত তারা আত্মার আধার
গোমেদের জ্যোতি পায় শুধু এক মানবীর মতো দেহকোষে।