আশ্বিন কার্তিক রাত এইখানে

আশ্বিন কার্তিক রাত এইখানে সমুদ্রের মতো
তারই তীরে রয়েছি দাঁড়ায়ে
মনে হয় বিরাট প্রাসাদ যেন একে-একে কক্ষ খুলে দেয়
ঢের দূরে- রাত্রির গায়ে

এ-পৃথিবী চ’লে গেছে- ঘুমের ভিতরে
যে মিনার বাজারের বন্দরের নয়
সমুদ্রের রূঢ় জল স্তব্ধ হয় যেন মনে হয়
যখন সে প্রাসাদের আলিসার জ্যোৎস্নার বিস্ময়

চোখে এসে লাগে তার- আমিও দেখেছি তাই নিশীথের তীরে
ঝাউয়ের নির্জনে নিত্য অবিনাশ পাখিদের কথা
মনে পড়ে;- সেই সব পাখি এই পৃথিবীর নয়;
পৃথিবীতে পাখি আর পাখিনী হত্যার নিষ্ফলতা।