আত্মার আবেগে

জানি তোমাদের মৃত্যু হবে- হয়তো-বা কোনও মেঘে
এরোপ্লেনে রুদ্ধ হয়ে- বড় ধূম্র ইঁদুরের মতো
শুধু এক দেশলাই-আত্মার উদ্বেগে
যারা তোমাদের মৃত্যু নিয়ে আসে
তারাও জননীবীজ হারায়েছে
মেষশাবকের মতো আছে জেগে
লক্ষ্য-উপলক্ষ্যহীন এক শুষ্কতর প্রান্তরের মাঝে
হয়তো-বা তোমাদের হাতে হবে বহ্নিমান
তাহাদের দু’ দণ্ডের এই- এই মৃত্তিকারে দান
জীর্ণ- জীর্ণ সলিতার নিষ্ঠা জুড়ে সেই এক আলোর বিস্তার
তবু তাহা কেবলই- কেবলই হতেছে অবক্ষার।

মনে হয় তবু যেন- কাকতালীয়ের মতো স্বাদ
বেঁচে থেকে- বহু ক্ষণ- সহা যেত না ক’ নির্বিবাদ
ঝড়ের ঘোটক তাই তাহাদের অই মধ্যসমুদ্রের জলে
নীলিমার জনরবে- শকুনের- প্রিয়তম মেঘে
ছুটে গেল পূর্ণ এক বিস্ফোরক আত্মার আবেগে।