বিকেলের ভিজে কালো মেঘে

বিকেলের ভিজে কালো মেঘে-ঢাকা আকাশের পর
তার পর দ্বীপ এক- বাদুড়ের দেশ
চারি-দিকে ডাল- পাতা- তরুর অন্তর
তার সেই নীরব আদেশ

আমার এ-জীবনের পরে:
(এই সব পথ ছেড়ে) যেও না ক’ তুমি কোনও দিন
ইচ্ছুক নারীর বেগে- নগরে বন্দরে
তুমি শাখা, বাদুড়ের দ্বীপ, তুমি তৃণ।