ডেইডেলাস

এখানে আমরা অনেক লোক জানালার গরাদের কাছে
ব’সে থেকে ভোরের সূর্যের আলো এলে
পাখির মতন নয়- ডেইডেলাসের মতো নীলাভ সমুদ্রে
হয়তো-বা মিশে যেতে পারি ডানা মেলে

সেই সমুদ্রের স্বাদ দূর থেকে পাওয়া যায়
অবারিত নীল আলো: জীবন বা মৃত্যুর পরমার্থ রঙের মতন
মাথার উপরে শুনি সারা-দিন হয়তো পাখির
হয়তো-বা মেশিনের পক্ষবিধূনন

চ’লে যায় সেই দিকে- সমস্ত সুদীর্ঘ দিন ধ’রে
আসে যায় উপরের আকাশের জ্ঞানময় আলোর বাতাসে
তবু যদি চাই- তবে দুইটি কৃত্রিম কুশ্রী ডানা
আমাদের ঢালু কাঁধে অকৃত্রিম ভাবে নেমে আসে

যে-রকম ডেইডেলাস চেয়েছিল এক-দিন- পেয়েছিল
তাহার হৃদয়ে তবু ছিল এক গভীর বিশ্বাস
সমুদ্র অথবা তার শেষে সত্য ভূমিকার লোভে
বাস্তবিকই হয়ে গিয়েছিল ডেইডেলাস।