এই রাতে

এই রাতে- ঝড়ে
পদ্মার উপরে
নৌকার জানালা থেকে নক্ষত্রও দেখা যায়
শীত- তীক্ষ্ণ- দূর- আরও দূর
যদি ঝড় থেমে গেলে তোমারে শুধাই:
‘থেমে গেল’… না বলিতে যদি ডুবে যাই
এমনই রহিবে তবু ঐ দূর আকাশের সুর
শীত- তীক্ষ্ণ- দূর- শুধু দূর…