যারা এই জীবনের স্বাদ পেতে চায়

যারা এই জীবনের স্বাদ
পেতে চায়- তাহাদের তরে;
সবুজ গাছের থেকে ভোরবেলা শিশিরের মতো যেন ঝরে
তোমাদের দেহ থেকে রাতের শিশির
ভোরের বাতাসে কেঁপে বার-বার;-
শীতল জলের সুর যেন আর থামে না ক’
হয় না ক’ স্থির
তোমাদের মাথার ভিতরে;
দিনের আলোর বেলা এ-পৃথিবী জেগে গেলে ‘পরে
শিশুদের স্বর
ভেসে আসে দূর থেকে যেন তারপর
মাথার ভিতর!
তাহাদের আসা-যাওয়া- হাসি- কোলাহল
মুছে লয় যেন অই শিশিরের জল!
ঘাসের বিছানা থেকে ধীরে
শুকায়ে যেন তা যায় তোমাদের এই সব ঘাসের শরীরে;
ধীরে- আরও ধীরে।

রচনাকাল: ১৯২৮ (?)
কল্লোল। শতাব্দীর সন্ধিক্ষণে উৎসব। জুলাই ২০০০