যদিও প্রেমের মৃত্যু হ’য়ে গেছে

যদিও প্রেমের মৃত্যু হ’য়ে গেছে এ-জীবনে,
জীবনের রক্তে তবু ঘ্রাণ আছে- তবু আছে স্বাদ!
এ-জীবন,- মানুষের এ-জীবন- সে যে কী অগাধ!
এক বার নক্ষত্রের দিকে চেয়ে
এক বার পৃথিবীর চোখে চোখ রেখে
পুরোনো রাতের ধোঁয়া উড়ায়ে দিতেছি সব এ-মাথার থেকে!
পৃথিবীর- নক্ষত্রের নতুন আস্বাদ
জানিতেছি;- এ-জীবন- সে যে কী অগাধ!
নক্ষত্রের বুক ঘেঁষে রাতের আকাশে
ফেনার মতন মেঘ- মেঘ হ’য়ে ভাসে
সুস্থ স্বচ্ছ সহজ হৃদয়!
নতুন শিশুর মতো আবার প্রেমের জন্ম হয়,
যদিও প্রেমের মৃত্যু হ’য়ে গেছে জীবনে আমার;
পুরোনো মায়ের মতো যদিও মরেছে প্রেম
নতুন শিশুর মতো তার
প্রেম তবু আসিতেছে ফিরে!
পৃথিবীর মানুষের ভিড়ে
আকাশের নক্ষত্রের ভিড়ে
ঘ্রাণ আছে- জীবনের রক্তে আছে স্বাদ;
এ-জীবন,- আমাদের এ-জীবন- সে যে কী অগাধ!