যখন অনেক স্বপ্ন দেখা শেষ

যখন অনেক স্বপ্ন দেখা শেষ হয়েছে আমার,
ক্ষ’য়ে গেছি সমুদ্রের পাড়ে বালির মতন,
সাদা চুল আঁচড়াবে চিরুনিতে যখন সে তার,
তখন হাওয়ার নায়ে চ’ড়ে চ’লে যাবে এই মন
হটর্-হটর্ ক’রে কোনও এক বুড়ির মতন!
আকাশের শেষে গিয়ে বিকেলের চাঁদের ভিতরে
আবার স্বপ্নের খেই ল’য়ে জাল বুনে যাবে মন,
যখন অনেক স্বপ্ন শেষ হ’ল পৃথিবীর ‘পরে!

তথ্যকেন্দ্র। শারদ-সাহিত্য ১৪০৭