যখন সে এক দিন

যখন সে এক দিন বার হয়ে চ’লে গেল নিজ প্রতিভায়
এক দ্বার দিয়ে ঢুকে অপর দুয়ারে
যখন প্রকাণ্ড এক হল-ঘরে সকালের সোজা আলো ছাড়া
আর কিছু নেই জেনে বেকুব কুকুর লেজ নাড়ে
তখন পৃথিবী তার আয়তনে প্রকাশিত হল
একটি নারীর ভার নেই ব’লে সমকালীন আপনার ভারে।

অমেয় মাইলগুলো (চারি-দিকে) প’ড়ে আছে সূর্যকে ঘিরে
প্রতিবিম্ব র’য়ে গেছে লাল, নীল, হলুদ রেখায়
একটি গ্লোবের ‘পরে মেহগেনি-কাঠের টেবিলে
হাতের নির্দেশে ঘুরে যায়
সে নেই এখানে তবু এই সব গোলাকার শিল্পের দিকে
চেয়ে আছি অতি-সমীচীন মমতায়
তাকাতে-তাকাতে দেশ- মানুষের সব ইতিহাস
আমার চোখের কাছে বিমূঢ় হেঁয়ালি
হ’য়ে প্রতিভাত হয় ব’লে আমি বানালাম আমার সাগর
আমার হাতের মুঠো খুলে দিয়ে সাগরের বালি,
আমার সময়, আমি বানালাম বটে তবু সীতা
সোনার সীতার মতো এ-রকম নয় তো সোনালি।
অথবা
পুরুষার্থ প্রেমের চেয়েও
মূল্যবান হয়ে গেলে কাকেই-বা দেই গালাগালি।