কখনও আলোর থেকে

কখনও আলোর থেকে বেশি- আমি বিকালের অন্ধকার থেকে
যে-সব ‘ড্রিমে’রে ডেকে করিয়াছি খেলা
আমার হৃদয় থেকে ম’রে যায় তারা এই বেলা
চিকন চুলের মাথা আমার বুকের ‘পরে রেখে
আলো- অন্ধকার- আর চাই না ক’ কাছে
বাদুড়ের মতো ডানা উড়ে যাক ডানার পিছনে
বনের ভিতর থেকে অন্য এক বনে
তাহাদের স্বপনের অবসর আছে।