কথোপকথন

“মেষ-বৃষ-রাশি আমি- এখন সমাপ্তি চাই তোমাদের কাছে”
করতালি দিয়ে বলে দেয়ালের শুষ্ক কৃকলাস
শূকর, অধ্যক্ষ, মিস্ত্রি, বারাঙ্গনা, হাঁস:
“স্বর্গ আর নরকের ইতিহাস ববিনের মতো কাজে আছে
আমাদের কাছ থেকে যেই শান্তি চাও তুমি আজ
মূষিকঅঞ্জলি পেতে নিয়ে যেও অন্য এক দিন
যখন দেখেছ তুমি ধূসর গাধার পিঠে কী ক’রে রঙিন
মূর্খ আর রূপসির সম্মিলনে আমাদের নিরূপিত কাজ
এক বার দড়ি ছেড়ে অসংখ্য গাধা’কে ছুটে যেতে দেয় সমুদ্রের দিকে
এক বার দড়ি টেনে নিয়ে আসে পাহাড়ের পরমায়ু-প্রমাদের কাছে
যেখানে সময় চালু: বৃত্তের চক্রান্ত তাতে আছে
ব’লে গেছে দার্শনিক ঘুরায়ে-ঘুরায়ে নিয়ে আমাদের প্যারাডিমটিকে”