মেঘের কিনারে শুয়ে

মেঘের কিনারে শুয়ে এক বার নক্ষত্রের রাতে
আমি এক আত্মা হব না-কি?- প্রেত না-কি শুধু?
এক বার দেখে নিই জনহীন সমুদ্রের জ্যোৎস্নায়
বাতাসের সাদা অস্থি উড়িতেছে বালুকার মতো যেন ধু-ধু
এক বার দেখে নিই প্রান্তরের পর
দৈত্য এক দাঁড়ায়েছে
এ-পৃথিবী যেন তার ক্রীড়ার গহ্বর
তার পর নক্ষত্রের থেকে দূর নক্ষত্রের পানে
মুখ তুলে হৃদয়ের জ্ঞানের অজ্ঞানে
স্তব্ধ হয়ে থাকি আমি- হেমন্তের (কোনও এক) জ্যোৎস্না-শীর্ষ রাতে
শেয়ালেরা খরগোশ শিকারে বেড়াতে-
বেড়াতে-বেড়াতে যদি মানুষের মতো মেদ আত্মা পায়
তা হলে যেমন তারা কেঁপে ওঠে রোমকূপে
চাঁদ আর অরণ্যের অবিকল দানবীয়তায়।



[আবু হাসান শাহরিয়ার তার সম্পাদিত ‘জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র (২০০৮)’ গ্রন্থে এই কবিতার শিরোনাম দিয়েছেন ‘দানবীয়’ যদিও পাণ্ডুলিপিতে এর কোনো শিরোনাম ছিলো না। তাই শিরোনাম রাখা হয়নি।]