মৃত্যুর ঘনতা যেন

মৃত্যুর ঘনতা যেন স্তব্ধ হয়ে নেমে আসে রজনীর মেঘে
উঁচু-উঁচু গাছ যেন আরও উঁচু- আরও গাঢ় হয়ে
মিশে যায় নক্ষত্রের নীলিমায়- বাতাসের আলোড়ন লয়ে
পৃথিবীর রাত্রি যেন চ’লে গেছে দানবীর মতন আবেগে

সেই নিম্ন প্রেম- স্বপ্ন- ব্যথা- ভয়- উদ্যমের দেশে
তোমার দু’ চোখ যেন দু’টো সাদা ডিম
কোনও মৃত পাখিনি’র; অনন্ত অন্তিম
তোমার যোনির হিম জাগে না ক’ কোনও দিন আলোর প্রদেশে।