অনেক রক্তে

অনেক রক্তে উত্তেজিত হয়েছে সারাদিন।
অনেক সাধ স্বপ্ন নিয়ে ফিরে
বুঝেছে প্রাণ মহৎ নামের অন্তরালে প্রেমও
ব্যর্থ হ’য়ে যেতে পারে মানবশরীরে!

জানি আমি; তবুও ভালোবাসা
মানবদেহ ছাড়া
মানবাত্মা কোথাও পায় নাকো
গভীর নারীশরীরে এর সাড়া।

মানব-হৃদয় নির্মিত হয় তাই;
প্রেমিক উপলব্ধি করে নিজের মনের কথা;
ভালোবাসা, তোমাকে ভালোবাসা;
না হ’লে সব জ্ঞানের নিষ্ফলতা।

উত্তরসূরি। পৌষ ১৩৬৭