অন্য সব প্রেমিকেরা

অন্য সব প্রেমিকেরা আজ রাতে ঢের দূরে চ’লে গেছে সব।
একটিকে দেখা গেল সেই দিন গালে হাত দিয়ে একা ব’সে
অপরটি নিজের মনের মুদ্রাদোষে
নিজের ছায়ার গৌরব

কেবল তুমিই একা রয়ে ছিলে যুগ যুগ সমুত্তীর্ণ ক’রে
এত দিন বেঁচে থেকে কেউ পায় অমিত সম্মান
আর কারু দীর্ঘতর হয়ে যায় কান
কদাচিৎ ডান পায়ে বাঁ পায়ের চপ্পল ভ’রে।

ক্যাম্পে দু’ চোখে আলো রেখে দিতে- দেখেছি তা আমি
ক্যানটিনে রক্ত আলো, নীল আলো
বার-বেলাকার সব দুদর্শার মতন ধারালো
অসংখ্য আচ্ছন্ন মুখ (চারি-দিকে) তোমার মুখের অনুগামী

সমাজ, সঙ্গীত, শিল্প রাষ্ট্রের গরঠিকানায় মিশে গিয়ে
ভয়াবহ ডিমনের মতো সব জীবনকে আলোচনা করে
তোমার সকল শেষ সোনা আজ দীপ্তি পায় কষ্টিপাথরে
প্রমাণের গুণে, জনমানবের জনতার দোষে।