পরস্পর

নারী: পুরুষকে
এ আলো নিভে যাবে,
এখুনি রোদ মৌমাছি নীল আকাশ ফুরাবে।
মাছরাঙাদের অবাক ঝিলিমিলি
খুঁজবে কা’কে কত ক্ষণ আর নদীর জলের মাছে,
মুখের কথা না ফুরতেই মাছরাঙা নেই
সমস্ত দিন শূন্য হ’য়ে আছে।

পুরুষ: নারীকে
রাতের আলো দিনের আলো- এ আলো ফুরাবে।
ভালো মানুষ খারাপ মানুষ- সকলই ম’রে যাবে।
সে-ঘুম এলে খারাপ ভালো কে আর কা’কে বাছে।
নারী, তোমার চোখে তো সেই ঘুম জড়িয়ে আছে।