প্রেমিকার রূপে

সারা-দিন জীবনের যুদ্ধ শেষ ক’রে
রাত্রি শুধু কথা ভাবে একা
সেইখানে সম্রাজ্ঞীরা সৈনিকের মূঢ় হাত ধ’রে
প্রেমিকার রূপে দেয় দেখা

সেইখানে দার্শনিক রুক্ষ চিন্তা ফেলে
পেয়ে যায় সুবর্ণের রেখা
সেইখানে সম্রাজ্ঞীরা মনীষীর মূঢ় হাত ধ’রে
প্রেমিকার রূপে দেয় দেখা

সেইখানে স্থবিরের ছেঁড়া জামা শান্তি পায়
পেঁচার পালকে হয় স্নিগ্ধ চিঠি লেখা
সেইখানে সম্রাজ্ঞীরা স্থবিরের মূঢ় হাত ধ’রে
প্রেমিকার রূপে দেয় দেখা।