পৃথিবীর সাথে চ’লে

পৃথিবীর সাথে চ’লে ক্লান্ত হয়ে খুঁজি না ক’ তবু অবসর;
কারণ,- দিনের পরে রাত আসে,- ল’য়ে আসে তার নিশ্চয়তা
জীবনের পরে মৃত্যু;- যতদিন জেগে আছি নক্ষত্রের প্রথা
কে করিবে বিশৃঙ্খল?- যতদিন সমুদ্রের শাসনের স্বর
জেগে আছে,- যতদিন দিনরাত হাত ধ’রে চলে পরস্পর
চোখ বুজে মেনে নিতে হবে এই পৃথিবীর তীক্ষ্ণতা-খর্বতা
ধীর মানুষের মতো;- সারাদিন পথে চ’লে সকলের কথা
শুনে নিয়ে তারপর অন্ধকারে খুঁজে নেব আমাদের ঘর;

ঘুমাবার অবসর এর আগে খুঁজিবে কে পৃথিবীর পথে!
যেই বীজ বুনে গেছি তার শস্য একবার নিতে হবে কেটে,
একবার সৃজনের নিয়মের অর্থ বুঝে নেব ভালোমতে,
তার শৃঙ্খলার সাথে হৃদয়েরে নিতে হবে ভালো ক’রে এঁটে;
জীবনের সাথে-সাথে ফিরে-ফিরে পৃথিবীর পথে হেঁটে-হেঁটে
ঢেউয়ের ফেনার মতো তারপর তৃপ্ত হয়ে ঘুমাব সৈকতে!