পৃথিবীতে জেগে থেকে

পৃথিবীতে জেগে থেকে যাহাদের পথে বিফলতা আনিয়াছি
আমি তাহাদের ঘৃণা করি না ক’
কারু সন্দিহান প্রয়োজন হয়তো-বা মেটায়েছি- মেটাতেছি বেঁচে থেকে
তাদের প্রেমিক প্রহরী ব’লে অনুভব করি নাই আপনাকে
আমার দরিদ্র দেশে আমি এক নিঃস্বতর পরিবার হয়ে
হেমন্তের নিরর্থক বাতাসের মতো গেছি ব’য়ে
বহু দিন; আমি যদি নিভে যাই আজ এই পৃথিবীর থেকে
অথবা নিভায়ে ফেলি আপনারে;-
সময়ের গহ্বরের অন্ধকার হ’তে
কোনও ঘিঞ্জি গলি চেঁচাবে না, “যাত্রীদল, এসো না ক’- এসো না ক’ আর
মোরা ক্লান্ত- ক্লান্ত মোরা- বার-বার করিতেছি বৈতরণী পার”
নির্জন জননীবীজ পৃথিবীর পারে ব’সে থেকে
শুষ্কমুখ যেন সব তরুদের মতো
সাড়ে-তিন হাত আরও অন্ধকার দেখে
হবে না সবুজ- পলকেই- হবে না ক’ প্রাণহীন যবক্ষাররাশি
দুর্গম মধ্যম পথ ধ’রে তবু চলিতেছি
বজ্রের রব শুনে প্রান্তরের কইয়ের মতন আলোড়নে
জ্যোতির্ময় শৃগালেরা কাঁদিতেছে কণ্ঠের স্ফুরণে
ওরা শুধু মনোহীন অন্নের প্রত্যাশী।

(জ্যোতির্ময় শৃগালের নিকট কোনও মধ্যবিত্ত)