পূর্বাভাস

যখনই যেখানে দেখা হ’য়ে যায় অতর্কিতে তোমার-আমার,
তাকাও আড়চোখে- দ্রুত, চোরাগোপ্তা এবং ধারালো।
আর তাকিয়েছ যতবার,
ততবারই ছুটে গেছে একটি ক’রে স্পন্দন, দুস্থ হৃৎপিণ্ডের আমার।

এভাবে অল্প কিছুদিনের মধ্যেই কমে আসে হৃৎস্পন্দ
দেখা দেয় নিম্নচাপ, ঘন-ঘন পূর্বাভাস-
কূলকীর্তিনাশার জলোচ্ছ্বাস…
ক্রমেই উত্তাল হয় ভূমধ্যসাগর
অচিরেই ভেসে যায় যা-কিছু স্থাবর, অস্থাবর।