সে এক মহিলা

আমি জানি- সে এক মহিলা
চিনি তাকে;
জানি তার আশা ও হৃদয়-
শহরের পথ ছেড়ে প্রান্তরের মতো এক;
সেইখানে অগণন হাঁসের বিস্ময়;
বুনোহাঁস উড়ে যায় জ্যোৎস্নার দিকে:
সঙ্গে তার ওড়াল কে বনহংসীকে।

তবু হল শহরের রক্ত আর পথ
অগণন বাঁকা সিঁড়ি- আমার জগৎ।
এই সব হল আজ তাহার জীবন।
প্রান্তরের নীল চাঁদে কোনও সম্মোহন
নেই আর
তার ও আমার।
(নেই তার?)

কমা, দাঁড়ি, প্রশ্ন, সেমিকোলনের ভিড়
অসংখ্য বিক্ষত ঢেউ যেন এক- রক্তাক্ত নদীর
আমাকে নিরবচ্ছিন্ন-
আমার নক্ষত্র আর সূর্যকে করছে আঘাত

যেখানে ছিলাম আমি সেখানে সে আছে
যেখানে থাকতে আমি চাই
সে-ও এসে কাছে
সবুজ আশার বৃক্ষ আর তার পাখিদের ঠাঁই।