সেইখানে সমস্বরে

সেইখানে সমস্বরে কেউ আর কথা বলে না ক’।
যেখানে বাতাস এক মনীষীর পাথরের মূর্তির মতন
নিজের ছায়ার দিকে চেয়ে আছে
যেইখানে কোনও এক নব উদ্বোধন
হয়তো-বা নবতর আলোকের বৃত্ত ঘিরে সন্দিহান লাক্ষাসৌধ- শব্দহীন
আপনারে বিচার করিতে আছে বহু ক্ষণ
যেইখানে তটিনীর আবেগের উত্তেজনা
হয়ে গেছে তরিহীন
অন্ধকার গ্লাসিয়ার- নির্জন
হে নাবিক, হে নাবিক,
সেইখানে তোমাদের বিচূর্ণিত জাহাজের রুষ্ট কাঠ, ধূসর বাতাস
কোনও দিন পশিবে না? ডাইনির কশাঘাতে পাবে না কি ত্রাস
রূপসির মুকুরের মাঝখানে অবহিত শিশুর মতন
চির-কাল প্রমিতির রস পান করিতেছে যে মূঢ় মনন।