শেষ এক অন্ধকার সিঁড়ি

তার পর যাত্রা এক- শেষ এক অন্ধকার সিঁড়ি
হয়তো-বা সেইখানে কোনও এক দানবী জননী
মুখে তার বিস্মৃতির অপার্থিব স্মৃতি
যেন উঁচু দীর্ঘ দেহ: সব-শেষ স্নিগ্ধ প্রতিধ্বনি

পৃথিবীর নদীদের,- দেবী নয়- মানবী সে নয়
মুখে তার স্বর্গ আর পৃথিবীর মিছা উদ্যমের
সব-শেষ সমন্বয় তরুদের দীর্ঘ ছায়াময়
দানবীও: ঘুম শুধু- তরুরাও অনন্ত ঘুমের।