সর্বদাই পৃষ্ঠপটে রয়ে গেছে

সর্বদাই পৃষ্ঠপটে রয়ে গেছে সমুদ্রের লীলা
কখনও সে চ’লে যায় পৃথিবীকে ছেড়ে
শিশুর খেলনা, স্কুল, বৃহতের ক্ষোভ, মৃত্যু, হিম
সাদা হাড়, লেজ, দাড়ি, দ্বিখণ্ডিত খুব
প’ড়ে থাকে বালির উপরে
ঢের দূরে নীলিমার সাথে মিশে গিয়ে
বৈকুণ্ঠে মানুষ নেই- এই তার খেলা
সহসা পাখির ডাকে ভেঙে গেলে তন্ময় সাগর ফিরে এসে
বৃহস্পতি কার থেকে মুছে ফেলে দেয় বারবেলা
সহসা পাখির ডাকে ঘুম ভেঙে তুমিও এমন
ফিরে এসে ঢেকে দিতে কনফুশিয়সের সাদা দাড়ি
আমি তার নাতিশিষ্য- পা দোলালে অবাক হয়েছি
কেউ কেন তাস পেয়ে না খেলে বানাতে চায় বাড়ি।