স্তিমিত মৃগের মতো

স্তিমিত মৃগের মতো মূক হয়ে মৃত্যুরে কি কোনও ঘন-আসন্ন সময়
ভেবে তুমি চেয়ে র’বে আবছায়া-বিকালের পানে
নতুন মৃগীরা সব স’রে যাবে কোনও এক সিংহের ভয়ে
উপেক্ষায় ফেলে যাবে অন্ধকার গুহার অজ্ঞানে
নতুন মৃগীরা এসে অনেক ধূসর খেলা খেলুক গভীরে
স্থবির মৃগের শব সিংহ এসে ছিঁড়ে খেয়ে যাক
চাঁদের নির্জন শিঙে- কঙ্কন নদীর এই তীরে
এক ভিড় মৃত প্রেম এক দিন খুঁজে পাবে ফাঁক।