তোমার সবিতা ভালোবেসে

তোমারে ডেকেছি আমি
মায়াবীর মতো নেমে এসে।
চিত্রা তারার মতো রাতের দেশে
ধীরে আসে ধীরে নারী,
মায়াবিনী ক্রান্তি ঘনায়;
রক্ত দাহন দিন নগরী সমাজ দূরে যায়;
আমরা কি সৃষ্টির আধাঁরের
বাহিরের দূর বিদেশে!
অনেক তারার ভিড় মিনারের ফাঁকে
একটি তারার মতো
পৃথিবীর পানে চেয়ে থাকে;
চিত্রা তারা তো তুমি হিমের শেষে!
সুদূর সাগর থেকে হাওয়া
সময়ের থেকে সময়ের পানে যাওয়া;
গান কি অন্ধ পাখি?
প্রেম কি তিমিরে গান গাওয়া-
সূর্য নিভায়ে, নারী,
তোমার সবিতা ভালোবেসে।

রচনাকাল: ১৯৪৭-৪৮ (?)
শারদীয় আজকাল: ১৪০৬