ইয়াসিন’ আর ‘বরাত’ নিয়ে

‘ইয়াসিন’ আর ‘বরাত’ নিয়ে, সাকি রে, রাখ, তর্ক তোর!
আমায় সুরার হাত-চিঠে দাও, সেই সে সুরা ‘বরাত’ মোর।
যে রাতে মোর শ্রান্তি ব্যথা ডুবিয়ে দেবে মদের স্রোত,-
সেই সে ‘শবে-বরাত’ আমার সেই তো আমার বরাত জোর।

১৫৮