উষ্ণ রক্তের আনন্দ

উষ্ণ রক্তের আনন্দ শেষ হয়ে গেছে তাদের-
এখন নির্জন স্বপ্নের আবেগ;
শাখাপ্রশাখার অবিচ্ছিন্ন বুনুনির ভিতর
অনেক পারিপার্শ্বিকের গল্প শুনেছে তারা
অনেক মহৎ উদ্যমের গাঢ় রং-কে ক্রমে-ক্রমে ফেঁসে ছিঁড়ে যেতে দেখেছে
তাই ছায়ার সিঁড়ি জেগে উঠেছে তাদের চোখে আজ
আঁকাবাঁকা ছায়ার সিঁড়ি বেয়ে ঘাসে-ঘাসে ছড়িয়ে পড়ছে তারা
মায়াবীর নির্জন প্রাসাদের মতো এই ঘাসের দেশে
কোকিলের গান বৃথাই বেদনা দিয়ে তাদের আঘাত করতে চায়
(এই ঝরাপাতাদের আঘাত করতে চায়)
মায়াবীর নদীর পারে এই মাঠের ভিতর
তাদের হৃদয়ে ইচ্ছা জাগবে না আর
(কোনও দিন ইচ্ছা জাগবে না)
আকাঙ্ক্ষার রঙিন সুতো নিয়ে, নারী,
আর কত কাল আমার কাছে আসবে তুমি?
আর কত কাল আমাকে ছেড়ে পৃথিবীর দিকে ফিরে যাবে!