ছাব্বিশ

এক বাক্য হাতে রেখে লিখিনি সম্পর্কহীনা দূর!
আমার হাতে পাতা তুমি নিয়ে চলে গেছ, সারাবাড়ি গান গাঁথা আছে
প্রত্যেক ফলকে তার ক্ষত যত ক্ষতি যত কেটেছিড়ে হয়েছে মধুর
আমার পায়ের পাতা দুটি হাতে ধরেছিলে, হাতদুটি থেকে গেল কাছে
যত বাক্য লিখি সব ওই হাতে রক্ষা করি,
তাও স্রোতে সব রক্ষা ভাসান জাহ্নবী
দাঁড়িয়ে নগরতীরে আমিও ভাসিয়ে দিই
তোমাকে, আশ্চর্যময়ী কবি।